পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কুংতন এ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছে।
৯ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ১৫ জন শ্রমিক আহত হয়।
শ্রমিকরা জানায়, গত ৪ মাসের বকেয়া বেতন না পাওয়ায় তাদের অনাহারে জীবন যাপন করতে হচ্ছে। মালিক দিচ্ছি বলেও বেতন দিচ্ছে না।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানান, মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেয়ার চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এসএফ
৯ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ১৫ জন শ্রমিক আহত হয়।
শ্রমিকরা জানায়, গত ৪ মাসের বকেয়া বেতন না পাওয়ায় তাদের অনাহারে জীবন যাপন করতে হচ্ছে। মালিক দিচ্ছি বলেও বেতন দিচ্ছে না।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানান, মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেয়ার চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ