লেডি গাগার কুকুর অপহরণের দায়ে আটক ৫


পপ তারকা লেডি গাগার কর্মচারীকে গুলি করে দুটি কুকুর অপহরণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে লস এঞ্জেলেসের পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে অপহরণকারীরা গুস্তাভ ও কোজি নামের দুটি ফরাসি বুলডগকে ছিনিয়ে নিয়েছিল।
কুকুর দুটিকে ফিরে পেতে গাগা পরে পাঁচ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন। ওই ছিনতাইয়ের ঘটনায় তিন সন্দেহভাজন ও তাদের আরো দুই সহযোগীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
এদের মধ্যে ১৮ বছর বয়সি জেমস জ্যাকসন, ১৯ বছর বয়সি জেয়লিন হোয়াইট ও ২৭ বছর বয়সি লাফায়েট হোয়েলির বিরুদ্ধে আনা হয়েছে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ।
জেয়লিনের বাবা ৪০ বছর বয়সি হ্যারল্ড হোয়াইট ও ৫০ বছর বয়সি জেনিফার ম্যাকব্রাইডকে সন্দেহভাজনদের সহযোগী বলা হচ্ছে। ছিনতাইয়ের দুই দিন পরে ম্যাকব্রাইডই বুলডগ দুটিকে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে তিনি লেডি গাগার তিনটি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। গুস্তাভ ও কোজিকে ছিনতাইকারীরা নিয়ে গেলেও মিস এশিয়া নামে গাগার অন্য কুকুরটি পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ ঐ কুকুরটিকে উদ্ধার করে।
ভয়েস টিভি/ডি
কুকুর দুটিকে ফিরে পেতে গাগা পরে পাঁচ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন। ওই ছিনতাইয়ের ঘটনায় তিন সন্দেহভাজন ও তাদের আরো দুই সহযোগীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
এদের মধ্যে ১৮ বছর বয়সি জেমস জ্যাকসন, ১৯ বছর বয়সি জেয়লিন হোয়াইট ও ২৭ বছর বয়সি লাফায়েট হোয়েলির বিরুদ্ধে আনা হয়েছে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ।
জেয়লিনের বাবা ৪০ বছর বয়সি হ্যারল্ড হোয়াইট ও ৫০ বছর বয়সি জেনিফার ম্যাকব্রাইডকে সন্দেহভাজনদের সহযোগী বলা হচ্ছে। ছিনতাইয়ের দুই দিন পরে ম্যাকব্রাইডই বুলডগ দুটিকে পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে তিনি লেডি গাগার তিনটি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। গুস্তাভ ও কোজিকে ছিনতাইকারীরা নিয়ে গেলেও মিস এশিয়া নামে গাগার অন্য কুকুরটি পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ ঐ কুকুরটিকে উদ্ধার করে।
ভয়েস টিভি/ডি
সর্বশেষ সংবাদ