Printed on Tue Nov 30 2021 9:27:42 AM

লেনদেনের শুরুতে উত্থান শেষে পতন

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতি
লেনদেনের
লেনদেনের
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ২৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। শেষ দিকে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাহত হয় বাজার।

সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২০৮ কোটি টাকা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৩২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

টাকার অংকে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের দিন থেকে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার।

অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/11805
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ