Printed on Thu Dec 02 2021 10:45:20 AM

লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বিশ্বজাতীয়
মেডিকেল টিম
মেডিকেল টিম
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৫ আগস্ট বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে বিস্ফোরণে হতাহতদের বিষয়ে সহানুভুতি প্রকাশ করে এ বিষয় জানান।

৬ আগস্ট বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য,  মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননে শক্তিশালী বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত হয়। এতে নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’এর ক্ষতি হয়েছে।

রির্পোটটি লিখা পর্যন্ত লেবাননের বিস্ফোরণের ঘটনায় ১৩৭ জন নিহতের পাশাপাশি পাঁচ হাজারের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক রয়েছে।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/টিআরএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9410
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ