Printed on Tue Sep 28 2021 8:16:58 PM

লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সী-বীচ

কক্সবাজার প্রতিনিধি
জাতীয়
লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সী-বীচ
লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সী-বীচ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন লোকারণ্য। নারী-পুরুষ, শিশু-কিশোর বীচের বালিয়াড়ি, মাঝ সমুদ্র বা সমুদ্রের কূল দখলে নিয়েছে। মেতেছে আনন্দ উল্লাসে।

২৭ আগস্ট শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের শৈবাল পয়েন্ট, লাবনী পয়েন্ট, দরিয়া নগর, হিমছড়ি, ইনানী, পাঠুয়ার টেক, শামলাপুর, লম্বরী, টেকনাফ হ্যাচারী পয়েন্টে শত শত মানুষকে বিচরণ করতে দেখা গেছে। তবে এসব স্পটে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা তেমনটা চোখে পড়েনি। যে যার মত করে ঘুরছে, ফিরছে। কারো মুখে মাস্ক আছে তো কারো মুখে নেই। এখানে আসলে যে কেউ ভুলে যাবে করোনা মহামারির তান্ডব। যেন সব কিছুই স্বাভাবিক! আগের নিয়মেই চলছে।

এদিকে কক্সবাজার শহরের বীচে ট্যুরিস্ট পুলিশের টহল লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তারা মাইকিং করছেন। শুক্রবার সরকারি বন্ধের দিন হওয়ায় লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। ফলে কে শোনে কার কথা এমন পর্যায়ে পৌঁছেছে বীচের পরিস্থিতি।

শহর থেকে টেকনাফ সী বীচে বেড়াতে এসেছেন শামী জাবেদ ও ইমন নামের দুই বন্ধু। তারা বলেন, ‘এখানের সেন্ডি বীচ দেখার মতোই। অথচ হাতের নাগালেই বীচ তারপরও সচরাচর আসা হয় না।’

টেকনাফ সী বীচে দীর্ঘ দিন পর পরিবারের সদস্যদের নিয়ে নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে আসেন সাইফুল ইসলাম। তিনি টেকনাফ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, ‘বেশ কিছু দিনপর বীচে এসে বেশ ভালোই লাগলো। সাথে যুক্ত হয়েছে ‘নাফ মেরিন শিশু পার্ক’ এ ঘুরাঘুরি। এটি চালু হওয়ায় শিশুরা স্বাস্থ্যবিধি মেনে আলাদা বিনোদনে অংশ নিলো।’

টেকনাফ সী বীচের পূর্ব পাশে গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় ‘নাফ মেরিন শিশু পার্ক’। এখানে শিশুরা বিভিন্ন খেলাধুলা ও দোলনায় উঠে বিনোদনে হারিয়ে যায়।

পার্কটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কবির বলেন, ‘করোনাকালীন লকডাউনে পার্কটি বন্ধ ছিল। এখন চালু হয়েছে। শিশুরা এখানে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ইভেন্টে যুক্ত হয়ে আনন্দ-উল্লাস ও বিনোদনে মেতেছে। তাদের মনোবিকাশে এটি একটি আকর্ষণীয় মাধ্যমে পরিণত হয়েছে।’

টেকনাফ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, ‘শুক্রবার সরকারি ছুটি হওয়ায় মেরিন ড্রাইভ সড়কে গাড়ি চলাচল বেশ বৃদ্ধি পেয়েছে। তাই এখানে তদারকিও বাড়াতে হয়েছে। যাতে কোন দুর্ঘটনা না ঘটে।’

আরও পড়ুন : পর্যটকশূন্য নৈসর্গিক টেকনাফ 

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52505
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ