ইলিয়াস কাঞ্চনকে শপথ করালেন মিশা সওদাগর


নানা নাটকীয়তার পর শপথ নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। এতে নতুন সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পড়িয়েছেন সাবেক সভাপতি মিশা সওদাগর। পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির ২০জনকে শপথ বাক্য পাঠ করান।
নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।
৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে এ আয়োজনটি হয়। তবে এতে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান।
মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন নিপুণ। তাই শপথ অনুষ্ঠানে আগের প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়ে ছিল।
ভয়েসটিভি/আরকে