শহীদ মিনারে সাংবাদিক পীর হাবিবকে শেষ শ্রদ্ধা


শহীদ মিনারে সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। ৬ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুর নাহার চাপা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
তাঁর প্রতি শ্রদ্ধা জানান, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নগরের নেতা মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, গোলাম সরোয়ার কবির, আব্দুল মতিন ভূইয়া, জগলুল কবির, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন রিয়াজ, শরিফুল ইসলাম শরিফ, গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয় পার্টি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাবি ব্যাচ-৮৭, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ আবৃত্তি পরিষদ, ফুটবলার কায়সার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন পীর হাবিরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই
শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের প্রতিটি সংকটে লেখনীর মাধ্যমে সংকট সমাধানের কাজ করে গেছেন পীর হাবিবুর রহমান। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
হাসানুল হক ইনু বলেন, তিনি অনেক বরেণ্য সাংবাদিক ছিলেন। সাংবাদিকতায় তিনি ছিলেন অকুতোভয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে পীর হাবিবুর রহমানের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে পীর হাবিবুর রহমানের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটে।
ডিআরইউতে শ্রদ্ধা নিবেদন শেষে তার দেশের বাড়ি সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে পীর হাবিবকে।
ভয়েসটিভি/আরকে