Printed on Wed May 18 2022 1:23:31 PM

শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কে

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
শান্তি আলোচনার জন্য ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। সেখানে রাশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে। যদিও দুদেশের মধ্যে বেশ কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে তেমন কোনো অগ্রগতি হয়নি।

ইউক্রেনের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

প্রতিনিধিরা বলছেন, শান্তি আলোচনার প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এমনটা ঘটার সম্ভাবনা নিয় যথেষ্ট সংশয় রয়েই যাচ্ছে।

তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

রাশিয়া ইউক্রেনের কাছে যেসব বিষয় দাবি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাটোতে যোগদানের যে কোনো ধরনের ইচ্ছাই দেশটিকে পরিত্যাগ করতে হবে। অবশ্য এ বিষয়ে আপোষ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দুদেশের প্রতিনিধিরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবেন। এই আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/71028
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ