শাপলা মিডিয়ার সিনেমা দিয়ে ১৭ বছর পর পরিচালনায় ছট্কু


‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রের স্রষ্টা জনপ্রিয় কাহিনীকার, প্রযোজক ও পরিচালক ছট্কু আহমেদ। দীর্ঘদিন সিনেজগত থেকে দূরে ছিলেন। তবে অখণ্ড অবসর ভেঙে ১৭ বছর পর ফের ফিরছেন চলচ্চিত্রে।
‘পুঁথি’ নামের একটি সিনেমা পরিচালনার মধ্য দিয়ে আবারও ছটকু হাজির হবেন দর্শক মাতাতে। ছবির কাহিনী ও চিত্রনাট্য তাঁরই। এখন চলছে গান তৈরির কাজ। সব কিছু ঠিক হলে ১৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার কথা ছবিটির। ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া।
‘সত্যের মৃত্যু নেই’, ‘নাত বৌ’, ‘চেতনা’, ‘গৃহবিবাদ’, ‘রাজদন্ড’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘বুকের ভেতর আগুন’সহ বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। ছট্কুর পরিচালনায় শেষ ছবি ছিল ‘প্রতিবাদী মাস্টার’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী পরিচালক ছট্কু বলেন, ‘এই বয়সে এসে তড়িঘড়ি করে সিনেমা নির্মাণ করতে চাই না। এই ছবির গল্পটি অনেক যত্ন নিয়ে লেখা। দীর্ঘদিন ধরে চিত্রনাট্য তৈরি করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে অনেকবার আমাকে ছবি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি শেষ পর্যন্ত তাঁদের প্রস্তাবে রাজি হয়েছি। তবে শর্ত দিয়েছি কিছু। ছবিটি আসলে আমার মতো করেই নির্মাণ করতে চাই। শুটিংয়ের আগে অযথা মুক্তির তারিখ বা সেন্সরে জমা দেওয়ার সময় নির্ধারণ থেকে প্রযোজককে দূরে থাকার অনুরোধ করেছি। ’
‘পুঁথি’ ছবিতে কারা অভিনয় করছেন তা এখনো নিশ্চিত করেননি ছট্কু। ১০ ফেব্রুয়ারির পর সব জানাতে চান তিনি।
ভয়েস টিভি/এসএফ
‘পুঁথি’ নামের একটি সিনেমা পরিচালনার মধ্য দিয়ে আবারও ছটকু হাজির হবেন দর্শক মাতাতে। ছবির কাহিনী ও চিত্রনাট্য তাঁরই। এখন চলছে গান তৈরির কাজ। সব কিছু ঠিক হলে ১৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার কথা ছবিটির। ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া।
‘সত্যের মৃত্যু নেই’, ‘নাত বৌ’, ‘চেতনা’, ‘গৃহবিবাদ’, ‘রাজদন্ড’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘বুকের ভেতর আগুন’সহ বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। ছট্কুর পরিচালনায় শেষ ছবি ছিল ‘প্রতিবাদী মাস্টার’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী পরিচালক ছট্কু বলেন, ‘এই বয়সে এসে তড়িঘড়ি করে সিনেমা নির্মাণ করতে চাই না। এই ছবির গল্পটি অনেক যত্ন নিয়ে লেখা। দীর্ঘদিন ধরে চিত্রনাট্য তৈরি করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে অনেকবার আমাকে ছবি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি শেষ পর্যন্ত তাঁদের প্রস্তাবে রাজি হয়েছি। তবে শর্ত দিয়েছি কিছু। ছবিটি আসলে আমার মতো করেই নির্মাণ করতে চাই। শুটিংয়ের আগে অযথা মুক্তির তারিখ বা সেন্সরে জমা দেওয়ার সময় নির্ধারণ থেকে প্রযোজককে দূরে থাকার অনুরোধ করেছি। ’
‘পুঁথি’ ছবিতে কারা অভিনয় করছেন তা এখনো নিশ্চিত করেননি ছট্কু। ১০ ফেব্রুয়ারির পর সব জানাতে চান তিনি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ