Printed on Wed May 18 2022 1:14:37 PM

শাহরুখের ‘বাদশাহি’ সৌজন্যে আপ্লুত ভক্তরা

অনলাইন ডেস্ক
বিনোদন
শাহরুখের
শাহরুখের
‘পাঠান’ ছবির শ্যুটিংয়ের জন্য নিজ দেশ ছেড়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। স্পেনের উদ্দেশে উড়ে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল তাকে। বিমানবন্দরে ঢোকার আগে সৌজন্যবোধে অনুরাগীদের আবেগে ভাসিয়ে গেলেন বলিউডের বেতাজ ‘বাদশা’।

বিমানবন্দরে শাহরুখকে এগিয়ে দিতে নিরাপত্তারক্ষীরা ছাড়াও উপস্থিত ছিলেন তার গাড়ির চালক। শাহরুখ তাকে দেখেই জড়িয়ে ধরেন। কিং খানের এই আচরণেই প্রশংসার বন্যা নেটমাধ্যমে। শুধু তাই নয়, বিমানবন্দরে ঢোকার মুখে নিরাপত্তারক্ষীকে দেখেও হাতজোড় করে সৌজন্য প্রকাশ করেন শাহরুখ। তাতেও আপ্লুত ভক্তেরা।

করোনা এবং ছেলে আরিয়ান খানের গ্রেফতারির কারণে এমনিতেই ‘পাঠান’-এর কাজ দীর্ঘদিন থমকে ছিল। মাদ্রিদে এই ছবির বড় অংশের শ্যুটিং হওয়ার কথা। ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68674
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ