মুন্সিগঞ্জে নিখোঁজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের দুদিন পর এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক (৫৫) ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি বরগুনা জেলার বাবনা উপজেলার খুচনিচরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি বুধবার ভোরে হাটতে বেরিয়ে নিখোঁজ হন স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাক। শুক্রবার কয়েকজন পালকিওয়ালা পালকি রাখতে বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতর গেলে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
ভয়েস টিভি/এমএইচ
নিহত আব্দুর রাজ্জাক (৫৫) ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি বরগুনা জেলার বাবনা উপজেলার খুচনিচরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি বুধবার ভোরে হাটতে বেরিয়ে নিখোঁজ হন স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাক। শুক্রবার কয়েকজন পালকিওয়ালা পালকি রাখতে বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতর গেলে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ