শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরশাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন পাটোয়ারী ও এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরে সংবাদ সম্মেলন
বক্তারা বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রীকে জড়িয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কতিপয় নেতা যে মিথ্যাচার করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, তাদের ষড়যন্ত্রের কারণে চাঁদপুর মেডিকেল কলেজের ভূমি অধিগ্রহণ করা আজো সম্ভব হয়নি। দলের ভেতরে থাকা এসব নেতা দল এবং দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদেরকে অনুরোধ করবো অবিলম্বে আপনারা আপনাদের বক্তব্য প্রত্যাহার করে নিন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
চাঁদপুরের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার পর চাঁদপুরে এত উন্নয়ন হয়নি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাত ধরে চাঁদপুরে উন্নয়নের বিপ্লব ঘটেছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। অথচ আমাদের দলের কতিপয় নেতা তার বিরুদ্ধে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এদিন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ঘিরে বিকেল তিনটার পর থেকে সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাসান আলী মাঠে জড়ো হয়।
১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল মিছিল সমাবেশ যোগ দেয়। বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করেন, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
ভয়েসটিভি/আরকে