কুয়ায় আটকে পড়া শিশু রায়ানকে উদ্ধারে প্রাণান্তকর চেষ্টা


টানা পাঁচ দিন ধরে মরক্কোর ১০৪ ফুট গভীর কুয়ায় আটকে পড়ে আছে শিশু রায়ান। রায়ানকে উদ্ধারে বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে জরুরি বিভাগের কর্মীরা দিনরাত প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদমাধ্যম বিবিসির বরাতে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, ইতোমধ্যে ওই কুয়ার পাশে আরেকটি বিশাল গর্ত খননের কাজ প্রায় শেষের দিকে। নতুন কুয়াটির পাশেরটার সমান হলেই রায়ানের কাছে পৌঁছানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
পুরো উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা মরক্কোর বেসামরিক সুরক্ষা অধিদফতর গত মঙ্গলবার থেকে কাজ চালিয়ে যাচ্ছে। গভীরতার কারণে কুয়ায় রয়েছে বেশ অন্ধকার। ফলে আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে।
অভিযান পরিচালনা দলের আবদেসালাম মাকৌদি শুক্রবার বিকেলে জানিয়েছেন, তারা টানা তিন দিন ধরে অবিরাম পরিশ্রম করছেন। শিশুটির কাছে প্রায় পৌঁছে গেছেন তারা। তারা ঘুমহীন ক্লান্ত হয়েও প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রায়ানকে উদ্ধারের জন্য।
জানা যায়, শিশু রায়ান যখন কুপের ভেতরে পরে যায়, তখন পাশেই কুপটি মেরামত করছিলেন তার বাবা। তিনি জানিয়েছেন সন্তানের এমন পরিস্থিতিতে ওর মা ভীষণ চিন্তিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।
শিশুটি জীবিত আছে কিনা দেখতে কুয়ার ভেতরে নামানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা। রায়ানকে সেখানে জীবিত অবস্থায় দেখা গেছে। তবে মাথায় কিছুটা আঘাত পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা ভেতরে দড়ি দিয়ে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠিয়েছে। শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। এছাড়া হাসপাতালে নিতে একটি হেলিকপ্টারও রাখা হয়েছে।
ভয়েসটিভি/আরকে