গর্ভাবস্থায়ও শুটিং করছেন নুসরাত


কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরত জাহানের মা হওয়ার খবর আর গোপন নেই। সম্প্রতি বেশ কয়েকবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরেই তিনি মা হচ্ছেন এমন খবর দিয়ছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। এদিকে গর্ভাবস্থায়ও শুটিং চালিয়ে যাচ্ছেন এই সাংসদ-অভিনেত্রী। সম্প্রতি শুটিংয়ে গিয়ে সেই ছবিও অনুরাগীদের জন্য ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবিতে অনেকেই নুসরাতেকে সাহসী নারী হিসেবে আখ্যা দিয়েছেন।
এছাড়া নিখিল-নুসরাত-যশ, গত ৬ মাস ধরেই এই ৩ তারকার জীবনের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বারবার প্রকাশ্যে চলে এসেছে। কিছুদিন আগে নুসরাতের মা হওয়ার খবর ও তার সন্তানের বাবা প্রসঙ্গ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল আলোচনা।
নিখিল জৈনর সঙ্গে তার বিয়ে অবৈধ ছিল একথা প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে কটাক্ষ করেছেন। এমনকি সংসদে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে পদত্যাগ দাবি করেছেন।
এদিকে মা হওয়ার খবর সামনে আসার পর থেকে ইনস্টাগ্রামে একের পর এক স্টোরি পোস্ট করে চলেছেন নুসরাত। নেটিজেনরা মনে করছেন, নিজের মনের কথাই রূপকের মাধ্যমে প্রকাশ করছেন এ সাংসদ-নায়িকা। এবার নুসরাত লিখলেন, তার কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা।
নুসরাত লেখেন, ‘যখন কেউ নিজে বোঝেন যে তার জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তার সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তার অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা ।’
এদিকে বিয়ে ছাড়াই যশ নুসরাতের সন্তানের বাবা হতে যাচ্ছেন, এমন খবরে যশের পরিবার তার ওপর চটেছেন। এনিয়ে তার ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করে যশ লেখেন- ‘আমি না হয় খারাপ ছেলে, কিন্তু যাঁদের দেখে খুব ভাল মনে হয় তাঁরা আসলে ততটা ভাল নয়।’
ভয়েস টিভি/এসএফ
এছাড়া নিখিল-নুসরাত-যশ, গত ৬ মাস ধরেই এই ৩ তারকার জীবনের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বারবার প্রকাশ্যে চলে এসেছে। কিছুদিন আগে নুসরাতের মা হওয়ার খবর ও তার সন্তানের বাবা প্রসঙ্গ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল আলোচনা।

নিখিল জৈনর সঙ্গে তার বিয়ে অবৈধ ছিল একথা প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে কটাক্ষ করেছেন। এমনকি সংসদে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে পদত্যাগ দাবি করেছেন।
এদিকে মা হওয়ার খবর সামনে আসার পর থেকে ইনস্টাগ্রামে একের পর এক স্টোরি পোস্ট করে চলেছেন নুসরাত। নেটিজেনরা মনে করছেন, নিজের মনের কথাই রূপকের মাধ্যমে প্রকাশ করছেন এ সাংসদ-নায়িকা। এবার নুসরাত লিখলেন, তার কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা।

নুসরাত লেখেন, ‘যখন কেউ নিজে বোঝেন যে তার জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তার সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তার অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা ।’
এদিকে বিয়ে ছাড়াই যশ নুসরাতের সন্তানের বাবা হতে যাচ্ছেন, এমন খবরে যশের পরিবার তার ওপর চটেছেন। এনিয়ে তার ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করে যশ লেখেন- ‘আমি না হয় খারাপ ছেলে, কিন্তু যাঁদের দেখে খুব ভাল মনে হয় তাঁরা আসলে ততটা ভাল নয়।’
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ