Printed on Wed Jul 06 2022 6:48:40 PM

শুটিংয়ে নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
শুটিংয়ে
শুটিংয়ে
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি সিনেমার সেটে শুটিং চলছে উনিশ শতকের ওয়ের্স্টান ঘরানার ছবি ‘রাস্ট”। সিনেমার অভিনেতা অ্যালেক বল্ডউইন। চলচ্চিত্রে ব্যবহৃত বন্দুকের গুলিতে সিনেমার চিত্রগ্রাহক অভিনেতার হাতে নিহত হয়। এতে আহত হয়েছেন ছবির পরিচালক। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওই সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করছিলেন। সেটে কর্মরত অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়।

৪২ বছর বয়সী হাচিনসের জন্য শোক জানাচ্ছেন অনেকেই। আর বল্ডউইন মানসিকভাবে ভেঙে পড়েছেন। সান্তা ফে কাউন্টির শেরিফের দপ্তরের বাইরে তাকে কাঁদতে দেখা গেছে বলে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে।

বিবিসি লিখেছে, এ ঘটনা নিয়ে তদন্ত চলছে, কোথায় গড়বড় হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিনেতা বল্ডউইনের একজন মুখপাত্র বলেছেন, সিনেমার সেটে প্রপ গান থেকে ব্ল্যাংক কার্ট্রিজ বেরিয়ে গিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে।

সিনেমার সেটে আগ্নেয়াস্ত্র ব্যবহারে খুবই কঠোর সুরক্ষা নিয়ম মেনে চলতে হয়। বিরল এই দুর্ঘটনায় পুরো চলচ্চিত্র বিশ্বই হতবাক।

অস্ট্রেলীয় অভিনেতা রিস মুলডুন বলেছেন, “আমি সম্প্রতি যে সিনেমাটি করেছি, সেখানে আমার প্লাস্টিকের বন্দুকটির জন্যও প্রতিদিন সাইন ইন ও সাইন আউট করতে হত। ফলে কীভাবে এটা ঘটতে পারল, কিছুই বোঝা যাচ্ছে না।”

শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার করা হয়। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তা এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56632
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ