গণভবনে জোট নেতাদের সঙ্গে বসবেন শেখ হাসিনা


আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের জোটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। তবে ১৪ দলীয় জোট ‘বর্তমানে কার্যকর নয়’ দাবি করে বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জাসদ।
মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে নির্বাচনের পরে আওয়ামী লীগ শরীকদের তেমন গুরুত্ব দিচ্ছে না জানিয়ে জাসদের একাংশ নিয়ে গঠিত বাংলাদেশ জাসদ ভৈঠকে অংশ নেবেনা বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
নিজেদের মধ্যে আলোচনায় কেউ সিদ্ধান্ত দিতে না পারায় জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের দাবি তারা জানিয়ে আসছিলেন বলেও উল্লেখ করেন।
বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ভয়েসটিভি/আরকে