Printed on Sat Nov 27 2021 5:17:51 PM

লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতি
শেয়ারবাজারে
শেয়ারবাজারে
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থানের আভাস দেখা গেছে। লেনদেনের সময় এক ঘণ্টা পার হওয়ার আগেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭০ পয়েন্টের ওপরে বেড়ে গেছে।

এর আগে গত সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়। ডিএসইর প্রধান সূচক ১৮০ পয়েন্ট বেড়ে যায়। তবে সোমবার সূচকের ১২ পয়েন্টের পতন হয়।

অবশ্য বুধবার (জন্মাষ্টমীর কারণে মঙ্গলবার লেনদেন বন্ধ ছিল) আবার বড় উত্থানের দেখা মেলে শেয়ার লেনদেনে। ছোট পতনের পর ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ১০০ পয়েন্ট। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাড়ে ৬৯ পয়েন্ট।

একের পর এক বড় উত্থানে শেয়ারবাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে কোনো কোনো বিনিয়োগকারী লাভের মুখও দেখছেন।

আগের সপ্তাহে একের পর এক বড় উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে আবার বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ ৮ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৮৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১১১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10159
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ