Printed on Tue Nov 30 2021 9:07:59 AM

শেয়ারবাজারে লেনদেন ১৩০০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতি
শেয়ারবাজারে
শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা দিয়েছে। টানা উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সূচকের এমন উল্লম্ফনের সঙ্গে হু হু করে বাড়ছে লেনদেনও। ডিএসইর লেনদেন বেড়ে এক হাজার ১৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

প্রায় দুই মাস ধরে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে শেয়ারবাজার। ১৬ আগস্ট রোববার মূল্য সূচক বাড়ার মাধ্যমে শেষ ১৫ কার্যদিবসের মধ্যে ১৪ কার্যদিবসেই ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। এতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে চলে এসেছে সূচকটি।

সুশাসন প্রতিষ্ঠায় সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু পদক্ষেপ গ্রহণ করায় শেয়ারবাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় এবং বিনিয়োকারীদের রক্ষায় যত ধরনের পদক্ষেপ নেয়ার দরকার বিএসইসি থেকে নেয়া হবে। আমাদের প্রধান লক্ষ্য পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা করা। এ জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করা হবে।’

জেড গ্রুপের কোম্পানিগুলোতে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কমিশন সভা করে বিএসইসি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এসব সিদ্ধান্তের পরে রোববার লেনদেনের শুরুতেই মূল্য সূচক বড় উত্থানের আভাস দেয়। দিনের শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৯ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসল। পাশাপাশি শেষ ১৫ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকটি বাড়ল ৭৮৮ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে অপর দুই সূচকের। এর মধ্যে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৯ পয়েন্টে উঠে এসেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10215
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ