Printed on Sat May 21 2022 5:04:35 AM

শীতের সকালে শ্রাবন্তীর গোসল, উত্তাল নেট দুনিয়া!  

নিজস্ব প্রতিবেদক
বিনোদন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি তার লাইফ স্টাইল নিয়ে বরাবরই নেট দুনিয়ায় আলোচনায় থাকেন। বিশেষ করে তার বিয়ে, নতুন প্রেম আর রাজনৈতিক ক্যারিয়ার ঘিরে আলোচনা-সমালোচনা বিদ্যমান থাকে। এবার সেই বিতর্কে আরেকটু ঘি ঢেলে দিলো শীতের সকালে শ্রাবন্তীর স্নানের একটি ছবি।


১৬ জানুয়ারি রোববার সকালে ফেসবুকে তার স্নান করা একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় বাথটবে শুয়ে গোসল করছেন এই অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় ভক্ত মনের।


ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’।


মাঘের সকালে প্রিয় অভিনেত্রীর এই অবতারে দেখে নানা মন্তব্যে নেট দুনিয়ায় ঝড় তুলছেন ভক্তরা। কেউ নেগেটিভ কমেন্টস করছেন। কেউ প্রশংসায় ভাসাচ্ছেন। আবার কেউ স্যাটায়ার হিসেবে মজা করছেন।


ছবির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, ‘একটু ফেনাটা সরাও না’।


নবাগত পরিচালক অয়ন দের ‘ভয় পেও না’ চলচ্চিত্রের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। এই সিনেমায় তিনি ওম সাহানির সঙ্গে জুটি বেধেছেন।


এছাড়াও শ্রাবন্তী অভিনয় করছেন ‘খেলাঘর’ সিনেমায়। এই সিনেমায় তিনি টালিউড সুপারস্টার দেবের সঙ্গে অভিনয় করবেন। এদিকে ‘কাবেবী অন্তর্ধান’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। টালিউড বুম্বাদাখ্যাত চিত্রনায়ক প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে জুঁটি বেঁধেছেন এই নায়িকা।


ভয়েস টিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63430
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ