Printed on Sat Jul 02 2022 9:04:40 AM

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
সংঘর্ষে নিহত
সংঘর্ষে নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো পরিস্কার নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। এ সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬), আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২), মোহাম্মদ নবীর ছেলে নুরুল আলম ওরফে হালিম (৪৫), রহিম উল্লার ছেলে হামিদ উল্লাহ (৫৫) ও নুর মোহাম্মদের ছেলে নুর কায়সার (১৫)।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫জন নিহত : ৯ হাজার ঘরসহ ১২ শ দোকান ভস্মীভূত

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56498
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ