Printed on Wed Jan 26 2022 11:08:19 PM

জর্ডানে সংসদ অধিবেশনে এমপিদের ঘুষাঘুষি

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
সংসদ অধিবেশন
সংসদ অধিবেশন
জর্ডানে সংসদ অধিবেশনে এমপিদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সংসদের স্পিকার এক আইনপ্রণেতাকে সংসদ ত্যাগ করতে বললে বাদানুবাদের এক পর্যায়ে এমপিরা ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ‍ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি ঘুষাঘুষি করছেন। এসময় এক আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান এবং অন্যরা তখন চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এই দৃশ্য চলে কয়েক মিনিট।

তবে এই ঘুষাঘুষিতে কেউ আহত হয়নি। দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক আইনপ্রণেতা ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই মারামারি শুরু হয়।

খলিল আতিয়েহ নামের এক প্রত্যক্ষদর্শী এমপি বলেন, বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন এমপি ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। এই ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এবং তা দেশের সুনামের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন : ৪০ এমপিকে জাতীয় সংসদে যেতে মানা

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61939
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ