Printed on Thu Dec 09 2021 12:31:31 AM

সড়ক দুর্ঘটনায় দুই মিস কেরালার মৃত্যু

বিনোদন ডেস্ক
বিনোদন
কেরালা
কেরালা
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতের মিস কেরালা ২০১৯ এবং মিস কেরালা ২০১৯ রানার্স আপ-এর মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) ভারতের কোচিতে ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

২০১৯ সালে মিস কেরালার শিরোপা জয়ী আনসি কবীর এ বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জিতেছিলেন। আর অঞ্জনা শাহজাহান মিস কেরালার রানার আপ। ভারতের এই দুই সম্ভাবনাময়ী তারকা মডেলের মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি গাড়িতে যাচ্ছিলেন। ফটোশুট থেকে ফিরছিলেন তারা। হঠাৎ গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়। আচমকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই মডেল।

এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক৷

২০১৯ সালে মিস কেরল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়ই আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনে চিরঘুমের দেশে চলে গেলেন একসঙ্গে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/57485
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ