Printed on Thu Dec 02 2021 10:03:04 AM

উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
সতর্কতা সংকেত
সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে প্রথমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হতে পারে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9923
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ