Printed on Wed May 25 2022 7:07:24 PM

সমালোচনা পাত্তা দেননি, শর্ত মেনে সানিয়াকে বিয়ে করেছেন শোয়েব

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
শোয়েব
শোয়েব
বিয়ের সিদ্ধান্তের কারণে সানিয়া ভারতীয়দের কাছ থেকে হাজারও সমালোচনা শুনেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। তবে বিয়ের আগে স্বামী শোয়েবের সামনে একটি শর্ত রেখেছিলেন তিনি। আর সে শর্ত মেনেও নিয়েছিলেন শোয়েব।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে কে না চেনেন! শুধু নিজের দেশই নয়, বিশ্ববাসী জানে তার ক্রীড়া নৈপুণ্যের কথা। ভারতের হয়ে তিনি জিতেছেন অনেক পদক। আর এসব কারণে প্রায়শই খবরের কাগজের শিরোনামেও থাকেন তিনি। কিন্তু এবার সানিয়া তার খেলার জন্য নয়, বরং স্বামীর সামনে রাখা শর্তের কারণে এসেছেন আলোচনায়।

সানিয়া মির্জা নিজে ভারতীয় নাগরিক হলেও তিনি বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। তার বিয়ে নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল একসময়। সানিয়া তার সিদ্ধান্তের কারণে ভারতের মানুষের কাছ থেকে অনেক সমালোচনা শুনেছেন। তবুও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি। বিয়ে করেছেন শোয়েব মালিককেই।

তবে বিয়ের আগে তিনি স্বামী শোয়েবের সামনে একটি শর্ত রেখেছিলেন। শোয়েবকে তিনি শর্ত দিয়েছিলেন, বিয়ে করে পাকিস্তানে গেলেও তিনি সবসময় ভারতীয় নাগরিক হয়েই থাকবেন। সেইসঙ্গে তিনি আরও বলেছিলেন, সবসময় তিনি শুধু ভারতকেই সমর্থন করবেন।

সানিয়া মির্জার এসব শর্ত মেনেও নিয়েছিলেন শোয়েব। তবে, সানিয়াকে অনেক সময় পাকিস্তানকেও সমর্থন করতে দেখা গেছে। বিশেষ করে তার স্বামী শোয়েব মালিককে। উল্লেখ্য, সানিয়া মির্জা শোয়েব মালিককে বিয়ে করার পরেও ভারতের হয়ে খেলেছেন এবং ভারতের জন্য খ্যাতি নিয়ে এসেছেন। বিয়ের পরও ভারতের হয়ে অনেক পদক জিতেছেন তিনি।

২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। ২০১৮ সালের অক্টোবরে তাদের কোল জুড়ে আসে আদরের সন্তান ইজান মির্জা মালিক। সানিয়া মির্জা ও শোয়েবের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দুজনে প্রায়ই সামাজিক যোগাযোগাযোগমাধ্যমে মজার মজার ভিডিও শেয়ার করেন। দুজনের এই ভিডিওগুলো ভক্তদের বেশ পছন্দও হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65083
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ