Printed on Wed Dec 01 2021 11:48:48 AM

সর্বোচ্চ বেতন পাওয়া বিশ্বের ১০ সরকার প্রধান

নিজস্ব প্রতিবেদক
বিশ্বভিডিও সংবাদ
সরকার প্রধান
সরকার প্রধান
পৃথিবীর ৭ মহাদেশে ২৩৩ টি দেশে রয়েছে । এর মধ্যে সংখ্যা স্বাধীন দেশ ১৯৬টি আর সার্বভৌম দেশের সংখ্যা ২০০৩। এসে দেশের রয়েছে সরকার প্রধান । জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় ১৯৩টি দেশের মধ্যে কতো গুলো দেশ সম্পর্কেই বা আমরা জানি ? সেই সাথে কতো গুলো দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্র প্রধানের নামই বা জানি?

এসব দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্র প্রধানরা কতো বেতন পান তাও জানার প্রবল আগ্রহ আমাদের । আসুন আজ জেনে নেই কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান সবচেয়ে বেশি বেতন পান । এক নজরে জানবো এমন ১০টি দেশের ও সরকার প্রধান সম্পর্কে।

এশিয়া মহাদেশে অবস্তিত উন্নত দেশ সিংগাপুর। এ দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷ সিংগাপুরের এই প্রধানমন্ত্রী বাৎসরিক বেতন ১৬ লাখ দশ হাজার ডলার৷ যা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে বেশি ।

দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান হংকংয়ের প্রধান নির্বাহী ৷ কেরি লাম হলেন হংকংয়ের প্রধান নির্বাহী । বাৎসরিক বেতন পাঁচ লাখ ৬৮ হাজার চারশ’ ডলার৷ সেই সাথে আধুনিকজ সকল সুযোগ সুবিধা তো রয়েছেই ।

সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির বেতন রয়েছে তালিকার তৃতীয় স্থানে ৷ পৃথিবীর উন্নত এবং স্বপ্নের দেশ খ্যাত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির বাৎসরিক বেতন চার লাখ ৮২ হাজার নয়শ’ ৫৮ ডলার৷

বেশি বেতন পাওয়াদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর নাম ৷ পৃথিবীর অন্যতম ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বাৎসরিক বেতন চার লাখ ডলার ৷ সেই সাথে পৃথিবীর সবচ্চো সুযোগ সুবিধা ব্যবস্থা তো রয়েছেই ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৭৮ হাজার চারশ’ ১৫ ডলার৷

জার্মান চ্যান্সেলর


জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের বাৎসরিক বেতন তিন লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার৷ বেশি বেতন পাওয়াদের তালিকায় সাত নাম্বারে আছেন জার্মান চ্যান্সেলর ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের বাৎসরিক বেতন তিন লাখ ৩৯ হাজার আটশ’ ৬২ ডলার৷ বেশি বেতন পাওয়া রাষ্ট্র প্রধানদের তালিকায় আট নাম্বারে আছেন তিনি৷

মৌরিতানিয়ার প্রেসিডেন্ট


আফ্রিকার দেশ মৌরিতানিয়ার প্রেসিডেন্ট বেশি বেতন পাওয়াদের তালিকার নয় নাম্বার স্থানে আছেন৷ তার বাৎসরিক বেতন তিন লাখ ৩০ হাজার ডলার৷ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলেন মোহামেদ ঔল্ড গাজুয়ানি৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর


অস্ট্রিয়ান চ্যান্সেল সেবাস্টিয়ান কুর্ৎস-এর বাৎসরিক বেতন তিন লাখ ২৮ হাজার পাঁচশ’ ৮৪ ডলার৷ তালিকায় নয় নাম্বারে আছেন তিনি৷

লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেল


তালিকার দশ নাম্বারে আছেন ইউরোপের ছোট্ট, ধনী দেশ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী৷ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন জাভিয়ার বেটেল৷ তার বাৎসরিক বেতন দুই লাখ ৭৮ হাজার ৩৫ ডলার৷
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55993
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ