শোবিজে সর্বোচ্চ ফলোয়ার পরীমণির!


শোবিজে নেট দুনিয়ার সর্বোচ্চ ফলোয়ার চিত্রনায়িকা পরীমণির। তিনি গেলো ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায়ও ছিলেন। সর্বশেষ ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে আলোচনায় থাকেন তিনি। থাকেন নিজের বিয়ে করার খবর দিয়েও।
পরীমণির বিভিন্ন বিষয়ে আপডেট থাকতে ভক্তরা তার ফেসবুক পেজে সবসময় ফলো করে থাকেন। দিনদিন এই ফলো সংখ্যা হু হু করে বাড়ছে। ৩১ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীমণির পেজে ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। এ সংখ্যা এখন বাংলাদেশের অন্য যে কোন শোবিজ তারকার মধ্যে সর্বোচ্চ।
চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।
ভয়েসটিভি/আরকে