নিউজিল্যান্ডে যাবেন না সাকিব, বিসিবিকে চিঠি


গুঞ্জন ছিল নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে খেলতে যাবেন না সাকিব আল হাসান । বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড না যাওয়ার কথা তাকে জানিয়েছেন সাকিবও।
তবে বোর্ড চায় আনুষ্ঠানিক চিঠি। বোর্ড প্রধানের এমন কথার মধ্যে ঘোষিত নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে সাকিবকে
সাকিবকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, ‘যেহেতু আমরা অফিসিলিয়ালি কিছু জানি না তাই সাকিবকে দলে রাখা হয়েছে।’
এদিকে সর্বশেষ খবর, ‘দল ঘোষণার একঘণ্টা পর বোর্ডে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।’
জানা গেছে জরুরি পারিবারিক কারণে নিউজিল্যান্ড যেতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। যদিও বিষয়টা নিয়ে অনেকেই মুখে কুলুপ এঁটে বসেছেন। তবে শেষ পর্যন্ত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, সাকিবের চিঠি দেওয়ার বিষয়টি। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পরই বিসিবির কাছে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে ছুটির ব্যাপারে চিঠি দিয়েছেন।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল। এ সময় সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন সাকিবের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় তারা, 'আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিকভাবে আমাকে খবর দিয়েছে (নিউজিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব।'
তবে বোর্ড চায় আনুষ্ঠানিক চিঠি। বোর্ড প্রধানের এমন কথার মধ্যে ঘোষিত নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে সাকিবকে
সাকিবকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, ‘যেহেতু আমরা অফিসিলিয়ালি কিছু জানি না তাই সাকিবকে দলে রাখা হয়েছে।’
এদিকে সর্বশেষ খবর, ‘দল ঘোষণার একঘণ্টা পর বোর্ডে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।’
জানা গেছে জরুরি পারিবারিক কারণে নিউজিল্যান্ড যেতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। যদিও বিষয়টা নিয়ে অনেকেই মুখে কুলুপ এঁটে বসেছেন। তবে শেষ পর্যন্ত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, সাকিবের চিঠি দেওয়ার বিষয়টি। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পরই বিসিবির কাছে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে ছুটির ব্যাপারে চিঠি দিয়েছেন।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল। এ সময় সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন সাকিবের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় তারা, 'আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিকভাবে আমাকে খবর দিয়েছে (নিউজিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব।'
সর্বশেষ সংবাদ