Printed on Sat Sep 25 2021 9:19:51 AM

সাফ ফুটবলের সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
সাফ ফুটবলের সূচি পরিবর্তন
সাফ ফুটবলের সূচি পরিবর্তন
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। ১৮ আগস্ট বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করার তিন দিন পর সূচিতে পরিবর্তন নিয়ে এলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।


সূচি পরিবর্তনের কারণ জানিয়েছে সাফ। জানানো হয়েছে, ৭২ ঘণ্টার কম সময়ে আরেক ম্যাচ শুরু হলে ফিফার ম্যাচের অন্তর্ভুক্ত হয় না। তাই ফিফা টায়ার ওয়ানে অন্তর্ভুক্ত করার জন্য এক ম্যাচ থেকে অন্য ম্যাচের বিরতি বাড়ানো হয়েছে।আগের সূচি মতোই টুর্নামেন্ট শুরু হবে ১ অক্টোবর। তবে ফাইনাল ছিল ১৩ অক্টোবরের পরিবর্তে মাঠে গড়াবে ১৬ অক্টোবর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মালে স্টেডিয়ামে।টুর্নামেন্টে থাকবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম। ৩ দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি।


গ্রুপ ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। ফাইনাল খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 


এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। এ ছাড়া অংশ নেয়নি আফগানিস্তানও।
নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো হলো- ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে রাত ৯টায়, ৪ অক্টোবর ভারতের বিপক্ষে বিকেল ৪টায়, ৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে রাত ৯টায় ও ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।


এর আগে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ।
ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51841
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ