Printed on Sat May 21 2022 5:01:53 AM

এবার বলিউডে ব্লাষ্ট করতে যাচ্ছে সামান্থা

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
সামান্থা
সামান্থা
ইন্সটা তে রিল,টিকটকে ১৫ সেকেন্ড মিউজিকের সাথে কোমর দোলানো কোনোটাই বাদ যায়নি এই গানের সাথে।রয়েছে তুমুল ট্রেন্ডে।বলছি আল্লু অর্জুন ও রাশমিকা মান্দনার ছবি পুষ্পা দ্য রাইজ এর ‘ও অন্তাভা’ গানের কথা।

রীতিমতো পারর্ফম করে ঝড় বইয়ে দিয়েছে সামান্থা রুথ প্রভু।

লাস্যময়ী সামান্থার নাচে তালে তাল দিয়ে তৈরি হচ্ছে হাজারও সোশ্যাল মিডিয়া ভিডিও।

এক কথায় ভাইরাল তিনি ও তার গান।

এই একটি আইটেম গানে পারফর্ম করতে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা। প্রথমে নাকি আইটেম নম্বর করতেই রাজি হননি তিনি, আল্লু অর্জুনের কথাতেই পরে রাজি হয়ে যায়।

এবার করণ জোহরের ছবিতে আইটেম ডান্স করতে দেখা যেতে যাবে সামান্থাকে।

শোনা যাচ্ছে করণ জোহর প্রযোজিত 'লাইগার ছবিতে একটি ডান্স আইটেমে পারফর্ম করবেন তিনি।

ইতোমধ্যে সামান্থা টিম 'লাইগার'-এর সঙ্গে আলোচনাও করছেন এবং সেই গানে তাঁর সঙ্গে থাকবেন লাইগারের নায়ক বিজয় দেভরাকোন্ডা পরিচালক পুরী জগন্নাথ এবং সহ-প্রযোজক চার্মে কৌর চান,সামান্থা এই আইটেম নম্বরটি করুক কিন্তু এই বিষয়ে এখনও কোনও কথা বলেননি সামান্থা।

'লাইগার' হতে চলেছে বলিউডে বিজয়ের ডেবিউ। এই অ্যাকশন ফিল্মে বিজয়ের সঙ্গে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

গত বছর মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি ম্যান ২'-এ অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন সামান্থা।

সেই ওয়েব সিরিজ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমি কখনই ভাবিনি যে আমি একটি ওয়েব সিরিজ করব, কিন্তু রাজ এবং ডিকে আমার ভাবনা বদলে দিয়েছে৷

আমি যে প্রশংসা পেয়েছি তা আমার প্রত্যাশার চেয়ে বেশি ছিল।

আমি মনে করি এখন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার আত্মবিশ্বাস জন্মেছে আমার মধ্যে।’

দীর্ঘ প্রেমের পর বিয়ে করেছিলো দক্ষিনী আরেক অভিনেতা নাগা চৈতন্যকে।

কিন্তু গত বছরই সামান্থার ব্যক্তিগত জীবনে ঘটে এক অপ্রিতীকর ঘটনা.বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

নেটিজনদের ধারনা বিচ্ছেদের পেছনে সামান্হার অন্তরঙ্গ দৃশ্য বা খোলামেলা পোশাক।ওয়েব সিরিজ দি ফ্যামিলি ম্যান ২ তে বেশ কিছু বোল্ড দৃশ্য রয়েছে তার।

সেই থেকেই সুত্রপাত টা শুরু।তবে এতকিছু ছাপিয়ে মাসসিক ভাবে ভেঙ্গে পড়লেও কাজের মধ্যে কোনো প্রভাব পরেনি।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65191
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ