Printed on Sun Oct 24 2021 7:20:46 AM

ভিন্ন আবহে সারাদেশে অন্যরকম ঈদ উদযাপন

নিস্প্রাণ ঈদ উৎসব
নিস্প্রাণ ঈদ উৎসব


ভয়েস ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের কারনে নানা সীমাবদ্ধার মধ্যেও সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। স্বস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা থাকায় দেশের কোথাও ঈদগাঁ ও খোলা জায়গায় হয়নি এবারের ঈদের জামাত । দেশের মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোথায় কোথাও স্বস্থ্য বিধি কঠোর ভাবে পালন করা হলেও বহু জায়গায় ছিলো ঢিলে ঢালা ভাব।
করোনা সংক্রমণরোধে নামাজ শেষে প্রচলিত কোলাকুলি করমর্দন করতে দেখা যায়নি তেমন কোথাও ।

এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। প্রতিবছর এ ঈদ উদযাপনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও এবার করোনা পরিস্থিতিতে ঈদ উৎসব অনেকটা নিস্প্রাণ ভাবেই কাটছে । ঈদের জামাতে শেষে ছিলো কোলাহল । করোনা আতঙ্কে সেই সাথে ছিলো না আত্মীয় স্বজন বন্ধ-বন্ধবদের বাসায় যাওয়ার বালাই । হৈহুল্লুর ও ছিলো না তেমন ।
ঈদ উৎসবে ছিলো ভাটা । অজানা ভয় আর আতঙ্ক ছিলো সবার মাঝেই ।

দেশের বিভিন্ন স্থানে ঈদ জামায় এবং ঈদ উদযানের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা ।যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/4820
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ