অন্তর্জালে মুক্তি পেলো সালমানের গান ‘ডান্স উইথ মি’


বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান নিজের গাওয়া গান দিয়েও ভক্তদের মুগ্ধ করে রাখেন। এবার অন্তর্জালে মুক্তি পেলো সালমানের সুরেলা কণ্ঠের গান ‘ডান্স উইথ মি’ ।
২৮ জানুয়ারি শুক্রবার ‘ডান্স উইথ মি’ গানের টিজার মুক্তির পরদিন ২৯ জানুয়ারি শনিবার গানটি মুক্তি পায়। সালমান খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানের ভিডিও।
আরও পড়ুন: সালমানের জীবনসঙ্গী হতে পারতেন যারা
গানটির ভিজ্যুয়ালে শাহরুখ ও আমির খানসহ সালমানের বন্ধুদের ফুটেজ দেখা যায় দেখা মেলে সালমানের পরিবারের সসস্যদেরও। গানটির ভিডিওতে ছিল সালমানের ফিরে দেখা সব ফুটেজ।
এদিকে গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ভাইজান। ভক্তরা সালমানের মিষ্টি সুরের প্রশংসাও করছেন। গানটি কম্পোজ করেছেন খ্যাতিমান সংগীত কম্পোজার জুটি সাজিদ-ওয়াজিদ।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ