আহমেদাবাদ সিরিজ বিস্ফোরণ: ৩৮ জনের মৃত্যুদণ্ড


২০০৮ সালে ভারতের আহমেদাবাদে আলোচিত বিস্ফোরণের মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি অভিযুক্ত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিচারক এ আর প্যাটেল এই রায় ঘোষণা করেন।
বহুল আলোচিত আহমেদাবাদ বিস্ফোরণে মোট ৫৬ জনের মৃত্যুর ঘটনায় ৭৮ জনের বিচার প্রক্রিয়া চলছিল। এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করে কেন্দ্রীয় সরকার। গত ৮ ফেব্রুয়ারি ৪৯ জনকে জনকে দোষী সাব্যস্ত করা হয়।
সবাইকে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরের একাধিক জায়গায় প্রায় ২১টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ ওই হামলায় প্রাণ হারান ৫৬ জন। আহত হন দুই হাজারের বেশি মানুষ।
ধারাবাহিক হামলা নিয়ে বিস্তর তদন্তে নামে প্রশাসন। পুলিশ তখন এসব হামলার পেছনে নিষিদ্ধ গোষ্ঠী সংগঠন সিমির সহযোগী জঙ্গি গোষ্ঠী ভারতীয় মুজাহিদিনকে দায়ী করে। পরবর্তী গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। এমনকি ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটনো হয় বলে দাবি করে। ২০০৯ সালের ডিসেম্বরে এই আলোচিত মামলার বিচারকাজ শুরু হয়।
ভয়েসটিভি/আরকে