Printed on Mon Jan 30 2023 12:10:10 PM

সুন্দরবনে নদীতে ডুবে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশ
সুন্দরবনে
সুন্দরবনে
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হেলাল হোসেন গাজী নামের এক জেলের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হেলাল হোসেন গাজী (৫০) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।

নিহতের ভাই আব্দুল মান্নান জানান, হেলাল হোসেন বুধবার সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। দুপুরের দিকে কোমরে জাল বেঁধে সাতরে লোকালয়ে ফেরার পথে সে নদীতে ডুবে যায়। খোঁঁজাখুঁজির এক পর্যায়ে চুনা নদীতে মরদেহটি পাওয়া যায়। তখন কোমরে জালটি বাঁধা ছিল।

সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম জানান, নদীর তীব্র স্রোতে হেলাল গাজী পানিতে ডুবে যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/12455
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ