Printed on Thu Dec 02 2021 10:46:31 AM

দিনের শুরুতেই সূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতি
সূচকের বড়
সূচকের বড়
ঢাকা: গত দু্ই কার্যদিবস টানা দরপতনের পর ১৯ আগস্ট বুধবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থান দেখা গিয়েছে। লেনদেনের আধাঘণ্টা পার হতে না হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়েছে। যার

এর আগে সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজারে ডিএসই-এর বড় দরপতন হয়েছে। সোমবার এর প্রধান সূচক কমে ৭৪ পয়েন্ট ও মঙ্গলবার আরও কমে ৬৪ পয়েন্টে দাঁড়ায়। এ দুই দিনে ১শ৩৮ পয়েন্ট সূচক হারায় ডিএসই।

কিন্তু আজ বুধবার লেনদেনের শুরুতেই সূচকের বড় উত্থান দেখা দিয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬২ কোটি ৪ লাখ টাকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসই ১৯ পয়েন্ট বেড়েছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)লেনদেন অংশ নেওয়া ৬২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10543
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ