Printed on Sat Sep 25 2021 10:14:35 AM

সেন্সর সনদ পেল ‘চোখ’

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
সেন্সর সনদ
সেন্সর সনদ
আনকাট সেন্সর পেল ‘চোখ’ চলচ্চিত্র। গত জুন মাসে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেই সময়েই সিনেমাটি সেন্সর পায়। সম্প্রতি সিনেমাটির নির্মাতা আসিফ ইকবাল সেন্সর সনদ হাতে পেয়েছেন। সিনেমাটির গল্পও তারই লেখা। সিনেমার আনকাট সেন্সর পেয়ে খুশি এই নির্মাতা।

থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘চোখ’ চলচ্চিত্রটি। সিনেমাতে অভিনয় করেছেন দুইজন নায়ক ও একজন নায়িকা। তারা হলেন- চিত্রনায়ক নিরব ও রোশান এবং চিত্রনায়িকা শবনম বুবলী। ২৬ জুন চোখ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। এছাড়া ‌‘তুমি বললে’ এবং ‘মন দুয়ারে’শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে সিনেবাজ অ্যাপ ও ভয়েস টেলিভিশনের ফেসবুক পেজে। গান দুটি ইতোমধ্যেই ফেসবুক ও ইউটিউবে ঝড় তুলেছে। শিগগিরই ছবির আরও দুটি গান ‘বুকের ডাক বাক্স’, ‘মন কিছু মানে না’ ও ট্রেলার প্রকাশিত হবে।

চোখ সিনেমার প্রযোজনা করেছেন সেলিনা খান। তিনি শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালেরও পরিচালক।

হরর, রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির গল্পে দেখা যাবে, ধনী পরিবারের ছেলে রাকেশ। এই চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। তার নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। এ নিয়েই এগিয়ে যায় গল্প। সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

দীর্ঘদিন পর কেন সেন্সর সনদ হাতে পেলেন, জানতে চাইলে সিনেমাটির নির্মাতা আসিফ ইকবাল জানান, ‘মাসখানেক আগেই সেন্সরে পাস করেছিল “চোখ”। সেই সময় তিনি সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি। হঠাৎ তার মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। সম্প্রতি সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেট সংগ্রহ করেছেন তিনি।

নির্মাতা আসিফ ইকবাল আরো জানান,  তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, কোনো কারণে সিনেমাটা আটকে গেলে আবার সংশোধন করে জমা দেবেন। কিন্তু সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। সিনেমা মুক্তিতে আর বাধা নেই।

বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছিল। টানা শুটিংয়ে তিন মাসেই সব কাজ শেষ হয়। কারণ, সিনেমাটি ঈদে মুক্তির জন্য দেরি করতে চাননি নির্মাতা। সেই জন্য দ্রুত সব কাজ শেষ করেন। সিনেমাটির মুক্তি দেয়া প্রসঙ্গে নির্মাতা জানান, ‘গত ঈদেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। এখন পরিস্থিতি ভালোর দিকে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মুক্তি দিতে চান।

আরও পড়ুন : ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের সেন্সর সনদ চেয়েছে তথ্য মন্ত্রণালয়

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52722
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ