বলিউডের ইতিহাসে বক্স অফিস কাঁপানো সেরা সিনেমা (ভিডিও)


গেলো কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার বাজার তৈরি করেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলো। এর মধ্যে একটি বলিউড। তালিকা করলে বহু কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা আছে বলিউডের। দর্শক-সমালোচকদের বিচারে বক্স অফিস মাতিয়েছে সিনেমাগুলো। বলিউডের ইতিহাসে সেরা সেসব সিনেমার খবর থাকছে আজকের এ আয়োজনে।
নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের বিগ বাজেট সিনেমা দঙ্গল। আমির খান, ফাতিমা সানা শেখ ও সন্যা মালহোত্রা অভিনীত খেলাধুলাকে কেন্দ্র করে সিনেমাটির বক্স-অফিস সংগ্রহ ৩৮৭ কোটি রুপি।
বলিউডের সুপারহিট নির্মাতা রাজকুমার হিরানি নির্মিত সিনেমা সঞ্জু। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনীনির্ভর এই সিনেমা বক্স অফিস থেকে সংগ্রহ করেছে প্রায় ৩৪১ কোটি রুপি। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিলো। এটি ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। তার চোখ ধাঁধানো অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। ছবিটিতে সঞ্জয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা।
রাজকুমার হিরানি নির্মিত পিকে সিনেমাটি বলিউডের সেরা ছবির একটি। আমির খান ও আনুশকা শর্মা জুটি অভিনীত এই সিনেমার বক্স-অফিস সংগ্রহ প্রায় ৩৪০ কোটি রুপি। সঞ্জয় দত্ত, বোমান ইরানি এবং সুশান্ত সিংহ রাজপুতও সিনেমাটিতে অভিনয় করেছেন। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। এই চলচ্চিত্রে আমিরের ‘পিকে’ চরিত্রটি আব্রাহাম কোভুর নামে এক যুক্তিবাদীর বাস্তব জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছিলো।
টাইগার জিন্দা হ্যায়। আলি আব্বাস জাফর নির্মিত এই সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এর বক্স অফিস সংগ্রহ ছিলো প্রায় ৩৩৯ কোটি রুপি। যশরাজ ফিল্মসের জনপ্রিয় সিরিজ ‘টাইগার’। এ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটি ২০১৭ সালে মুক্তি পায় এবং ব্যাপক হিট হয়।
কবির খান পরিচালিত ও বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা বজরঙ্গি ভাইজান। এর বক্স অফিসে সংগ্রহ প্রায় ৩২০ কোটি রুপি। বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রটি এখনও পর্যন্ত সালমান খানের অভিনয় জীবনের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা বলে মনে করা হয়। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে। ঘরোয়াভাবে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম ভারতীয় রুপি ১ বিলিয়ন আয় করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’।
সঞ্জয়লীলা বানশালির সিনেমা পদ্মাবত বলিউড ইতিহাসের ব্যবসাসফল সেরা ছবির একটি। ছবিটিতে বলিউড স্টার শহিদ কাপুর, রণভীর সিং, দিপীকা পাড়ুকোন অভিনয় করেন। এ ছবিটির বক্স অফিস সংগ্রহ প্রায় ৩০৫ কোটি রুপি। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। সঞ্জয়লীলা বানশালির নির্মাণের মুন্সিয়ানায় ছবিটি দারুণ সাড়া ফেলে।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমা সুলতান বলিউডের সেরা ছবির একটি। ছবিটিতে জুটি বেধে অভিনয় করেছেন সালমান খান ও আনুশকা শর্মা। এর বক্স অফিস সংগ্রহ প্রায় ৩০০ কোটি রুপি।
ধুম ৩। বিজয় কৃষ্ণ আচার্য্য পরিচালিত ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত বলিউড ইতিহাসে জায়গা করে নেওয়া ছবি। এর বক্স অফিস সংগ্রহ ২৮৪ কোটি প্রায়। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ ছবিতে আমির খান দ্বৈত চরিত্রে অভিনয় করেন। অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ এই ছবিতে দারুণ অভিনয় করেছেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত কবীর সিং সিনেমাটি আছে সেরার তালিকায়। শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি বক্স অফিস সংগ্রহ করেছে ২৪৩ কোটি রূপির মতো। দক্ষিণী সিনেমার রিমেক এই ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। এখানে নাম ভূমিকায় অভিনয় করে হৈচৈ ফেলে দিয়েছিলেন অভিনেতা শহিদ কাপুর।
বলিউডের ইতিহাসে ব্যবসা সফল সেরা ১০ ছবির নায়ক হিসেবে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে সালমান খান ও আমির খানের তিনটি করে সিনেমা। শোনা যায় ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’ ছবিটি দিয়ে নিজের দেশের হলগুলো থেকে ৩০০ কোটি রুপি আয় করেছিলেন সালমান খান।। যা তালিকায় ৮ নম্বর স্থান দখল করে নিয়েছে।
ভয়েসটিভি/আরকে