কক্সবাজার সৈকতে ফের মৃত তিমি


কক্সবাজারের হীমছড়ি সৈকতে ফের আরও একটি মৃত তিমি ভেসে এসেছে। ২ মে রোববার বিকেলে জোয়ারের সঙ্গে তিমিটি ভেসে সৈকতে আসে।
খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, তিমিটির লেজের অংশ বিচ্ছিন্ন অবস্থায় ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
তিমিটিতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এনিয়ে কক্সবাজার সৈকতের হীমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিন দুটো তিমি ভেসে এসেছিল।
ভয়েস টিভি/এসএফ
খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, তিমিটির লেজের অংশ বিচ্ছিন্ন অবস্থায় ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
তিমিটিতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এনিয়ে কক্সবাজার সৈকতের হীমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিন দুটো তিমি ভেসে এসেছিল।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ