Printed on Sun Nov 28 2021 5:08:32 AM

ঠাকুরগাঁওয়ে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
সারাদেশ
স্কুলশিক্ষকের
স্কুলশিক্ষকের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইজাবুল হক নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দিনাজপুরের একটি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই স্কুলশিক্ষক গত ৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাস ব্যাপক আকারে গ্রাম ও শহরে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার নতুন করে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসসহ ২৯ জন নারী-পুরুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬ জন।

ভয়েস টিভি/ঠাকুরগাঁও প্রতিনিধি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10596
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ