Printed on Wed Jul 06 2022 8:22:50 PM

রেলস্টেশনে সন্তান জন্ম দিল পাগলি, হাসপাতালে ভর্তি করল স্বেচ্ছাসেবকরা

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
স্বেচ্ছাসেবকরা
স্বেচ্ছাসেবকরা
ময়মনসিংহ রেলস্টেশনে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে এক ছেলে সন্তান প্রসব করেছেন। ওই নবজাতক অসুস্থ হয়ে পড়লে স্বেচ্ছাসেবকরা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নবজাতকটিকে উদ্ধার করেন হেল্প প্লাস ফাউন্ডেশন ময়মনসিংহের কয়েকজন স্বেচ্ছাসেবক। ভারসাম্যহীন ওই নারী সন্তানের মমতা বুঝতে না পারায় মৃতপ্রায় অবস্থায় পড়ে ছিলো ওই নবজাতক।

হেল্প প্লাস ফাউন্ডেশন ময়মনসিংহের সহ-সভাপতি অলক সরকার বলেন, সন্ধ্যায় জয় নামে একজন রেলস্টেশনে ভারসাম্যহীন নারীসহ ওই নবজাতকটিকে দেখে। তার মনে হয় নবজাতকটি জন্মের পর থেকে কিছু খাচ্ছে না। ফলে ক্ষুধা আর অযত্ন-অবহেলায় যেকোনো সময় মারা যেতে পারে। তার মাধ্যমে আমরা কয়েকজন বিষয়টি জানতে পেরে নবজাতকটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে হেল্প প্লাস ফাউন্ডেশন ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সাফরান আহমেদ বলেন, ভারসাম্যহীন নারী রেলস্টেশনে সুস্থ থাকলেও হাসপাতালে নবজাতকের শারীরিক অবস্থা ভালো না। বর্তমানে ওই নবজাতক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মানসিক ভারসাম্যহীন এই নারীসহ নবজাতকের ছবি কয়েকজন পোস্ট করেছেন। এটি সামাজিক অবক্ষয় হিসেবেই দেখছেন ফেসবুক ব্যবহারকারীরা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47942
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ