চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দার ছেলুন। এতে উপস্থিত ছিলেন সওজের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।
প্রথমধাপে চুয়াডাঙ্গা শহরের পায়রা চত্বর থেকে নতুন জেলখানা পর্যন্ত চার কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। পরে ফলোক উন্মোচন করে বিশেষ দোয়া করা হয়। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি সিডিউল অনুযায়ী ঠিকাদারদের কাজ করার আহবান জানিয়ে বলেন, যাতে মানুষ রাস্তায় চলাচল করতে কষ্ট না পায়। একই সঙ্গে তিনি কাজ বুঝে নেয়ার পরামর্শ দেন সওজের কর্মকর্তাদের।
ভয়েস টিভি/এমএইচ
প্রথমধাপে চুয়াডাঙ্গা শহরের পায়রা চত্বর থেকে নতুন জেলখানা পর্যন্ত চার কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। পরে ফলোক উন্মোচন করে বিশেষ দোয়া করা হয়। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি সিডিউল অনুযায়ী ঠিকাদারদের কাজ করার আহবান জানিয়ে বলেন, যাতে মানুষ রাস্তায় চলাচল করতে কষ্ট না পায়। একই সঙ্গে তিনি কাজ বুঝে নেয়ার পরামর্শ দেন সওজের কর্মকর্তাদের।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ