হামাসের সর্বোচ্চ নেতাকে হত্যায় ১১০টি বোমা হামলা, সফল হয়নি ইসরাইল


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মুহাম্মদ দেইফকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের ঘাতক বাহিনী। ১৯ মে বুধবার সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরাইলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মাদ দেইফকে হত্যার জন্য ইসরাইলি বাহিনী চেষ্টা চালায়। তবে দুই দফায়ই ইহুদিবাদী ইসরাইলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মুহাম্মাদ দেইফ।
ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র জেনারেল হিদাই জিলবারম্যান আরো জানান, গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের একটি ভূগর্ভস্থ টানেলের উপর ৫ দফা হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলায় ইসরাইলের ৫০টি জঙ্গিবিমান অংশ নেয় বলে ইসরাইলের আরুৎজ শিভা পত্রিকা জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ১২ কিলোমিটার জুড়ে টানেলে ১১০টি গাইডেড বোমা ফেলা হয়।
এছাড়া, ইসরাইলি বাহিনী গাজার রিমাল এলাকার কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায়। পত্রিকাটি জানিয়েছে, গতরাতে গাজা থেকে ইসরাইলের বিভিন্ন শহরে ৫০টি রকেট ছোঁড়া হয়।
ভয়েস টিভি/এসএফ
তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরাইলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মাদ দেইফকে হত্যার জন্য ইসরাইলি বাহিনী চেষ্টা চালায়। তবে দুই দফায়ই ইহুদিবাদী ইসরাইলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মুহাম্মাদ দেইফ।
ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র জেনারেল হিদাই জিলবারম্যান আরো জানান, গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের একটি ভূগর্ভস্থ টানেলের উপর ৫ দফা হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলায় ইসরাইলের ৫০টি জঙ্গিবিমান অংশ নেয় বলে ইসরাইলের আরুৎজ শিভা পত্রিকা জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ১২ কিলোমিটার জুড়ে টানেলে ১১০টি গাইডেড বোমা ফেলা হয়।
এছাড়া, ইসরাইলি বাহিনী গাজার রিমাল এলাকার কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায়। পত্রিকাটি জানিয়েছে, গতরাতে গাজা থেকে ইসরাইলের বিভিন্ন শহরে ৫০টি রকেট ছোঁড়া হয়।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ