Printed on Mon Jan 24 2022 5:00:20 PM

হাসিমুখে ছবি তোলার পরই শিক্ষা কর্মকর্তাকে পরানো হয় জুতার মালা!

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
জুতার
জুতার
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় জেলা শিক্ষা কর্মকর্তার গলায় জুতার মালা দিয়ে ‘বরণ’ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়েছে, শুক্রবার অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা শিক্ষককে ওই জুতার মালা পরিয়ে দেন। ভিডিওতে দেখা যায়, বিষয়টি টের পাওয়ার আগ পর্যন্ত ওই শিক্ষক হাসিমুখে ছবি তুলে যাচ্ছিলেন।

ওই জেলা শিক্ষা কর্মকর্তার নাম লাখবীর সিং। তিনি এই ঘটনার পর পুলিশে অভিযোগ করেছেন।

অভিযোগে লাখবীর সিং বলেছেন, ‌‘অভিভাবক অ্যাসোশিয়েশনের কয়েকজন সদস্য এসে তাকে সম্মাননা দিতে চান। প্রথমে অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা ফুলের মালা পরিয়ে দেন। এরপর ছবি তোলার জন্য দাঁড়ালে তারা ফুলের মালা পরানোর মধ্যেই হঠাৎ একটি জুতার মালা বের করে তার গলায় পরিয়ে দেন। অবশ্য বিষয়টি প্রথমে তিনি বুঝতেই পারেননি।’

অভিভাবক অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট রাজিনদর ঘাই জানান, এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আমলে না নেওয়ায় প্রতিবাদ হিসেবে তারা এই কাজ করেছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/62235
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ