Printed on Thu Jan 20 2022 11:45:58 AM

সাবেক স্ত্রীর আগে থেকেই হৃতিক আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
হৃতিক
হৃতিক
কয়েক দিন আগে সুজান খানের কভিড রিপোর্ট পজিটিভ আসার খবর মিলেছিল। এখন শোনা যাচ্ছে, সাবেক স্ত্রীর আগে থেকেই হৃতিক রোশন এ ভাইরাসে আক্রান্ত। সেই খবর নাকি চেপেই রেখেছেন ‘কৃষ’ তারকা!

বলা হচ্ছে, হৃতিকের কভিড হয়েছে সুজানের দিন কয়েক আগেই। তখন থেকেই মুম্বাইয়ের ভারসোভা এলাকার নতুন ফ্ল্যাটে আইসোলেশনে রয়েছেন তিনি।

ই-টাইমস জানায়, বর্তমানে হৃতিক করোনা থেকে সেরে উঠেছেন, অনেকটা সুস্থও বোধ করছেন। তবে সুজান এখনো পজিটিভ।

ফ্যাশন ডিজাইনার ও সঞ্জয় খানের মেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ওমিক্রনের তৃতীয় দিন… কোনোরকমে দ্বিতীয় দিনটা কেটেছে। ধন্যবাদ খোদা।’

এ দিকে স্বীকার না করলেও হৃতিকের করোনা হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে। এর সঙ্গে সুজানকে মিলিয়ে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেছেন। তবে তারা কি আবার একসঙ্গে থাকছেন? আবার কেউ কেউ বলছেন, করোনা হওয়ার আগে দেখা হয়েছিল তাদের। এতে অস্বাভাবিকতার কিছু নেই। দুই সন্তানের খাতিরে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এর আগে।

রূপকথার মতো প্রেম ছিল ‍হৃতিক-সুজানের। পরে তারা বিয়েও করেন। কিন্তু একযুগের সম্পর্কের তাল কাটে ২০১৪ সালে। ধারণা করা হয়, কঙ্গনা রনৌতের কারণে তাদের বিচ্ছেদ, যদিও হৃতিক বা সুজান এ বিষয়ে কখনো মুখ খোলেননি।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63260
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ