Printed on Sat May 28 2022 8:12:35 AM

হোস্টেলের গার্ডের চোখ ফাঁকি দিতে স্যুটকেসে প্রেমিকা!

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
স্যুটকেসে প্রেমিকা
স্যুটকেসে প্রেমিকা
প্রেমের জন্য ঝুঁকি নেওয়ার ইতিহাস আছে অনেক। তবে সেই প্রেমিক একটু বেশিই ঝুঁকি নিয়েছিলেন। স্যুটকেসেই প্রেমিকাকে পাচার করতে চেয়েছিলেন তিনি।

৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এমনই এক ঘটনা ঘটেছে ভারতের একটি ছাত্রাবাসে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার প্রেমিকাকে হোস্টেল থেকে বের করতে বেছে নিয়েছিলেন এক অভিনব উপায়। গার্ডের চোখ ফাঁকি দিতে স্যুটকেসেই ভরে ফেলেন প্রেমিকাকে। তবে, এই উপায়েও শেষরক্ষা হয়নি। নিরাপত্তারক্ষীরা ওই স্যুটকেস পরীক্ষা করতেই তার মধ্য থেকে বেরিয়ে আসেন প্রেমিকা।

ওই সময়ের ওই ভিডিওটি ধারণ হয়েছে ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজে। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগমাধ্যমে।

আরও পড়ুন: বেলা হাদিদের খোলা বুক ঢাকতে সোনার ফুসফুস!

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65729
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ