২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু


সারাদেশে কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাড়িয়েছে মোট ২৭ হাজার ৭৬৮ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫২৯ জন। মোট ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩১টি ল্যাবে ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৩০০টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৭৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭৮৯ জন ও নারী নয় হাজার ৯৭৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছেন।
ভয়েস টিভি/এমএম
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩১টি ল্যাবে ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৩০০টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৭৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭৮৯ জন ও নারী নয় হাজার ৯৭৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছেন।
ভয়েস টিভি/এমএম
সর্বশেষ সংবাদ