দেশে ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু


দেশে করোনা আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। এর আগের ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছিলো। ৮১ জন শনাক্ত হয়েছিলো।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাাজর ১২০ জন।
মঙ্গলবার ২৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 8গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৭ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা থেকো সুস্থ হলেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন। করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ২৮১টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৩টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৬ হাজার ৫৬৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৪৩ হাজার ৬৬৩টি।
দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ এবং তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা এবং তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
ভয়েসটিভি/আরকে