দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জনে।
গত এক দিনে আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।
ভয়েস টিভি/এসএফ
১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জনে।
গত এক দিনে আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ