বশেমুরবিপ্রবির ৪৯ কম্পিউটার চুরির মূল হোতা গ্রেফতার


গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৪৯ কম্পিউটার চুরির মূল হোতা পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে হাজির করে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাদারীপুরের টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস থেকে কম্পিউটার চুরির মূল হোতা পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। পলাশের বিরুদ্ধে ইতিপূর্বে ২০১৫ সালে একটি অপহরণ ও ২০১২ সালে মাদারীপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
গত বছর ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়। ১৪ আগস্ট গোপালগঞ্জ, ঢাকা ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটারসহ সাতজনকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। এখন পর্যন্ত চুরির ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, সংবাদ-সম্মেলন শেষে পলাশ শরীফকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ
পুলিশ জানায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাদারীপুরের টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস থেকে কম্পিউটার চুরির মূল হোতা পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। পলাশের বিরুদ্ধে ইতিপূর্বে ২০১৫ সালে একটি অপহরণ ও ২০১২ সালে মাদারীপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
গত বছর ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়। ১৪ আগস্ট গোপালগঞ্জ, ঢাকা ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটারসহ সাতজনকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। এখন পর্যন্ত চুরির ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, সংবাদ-সম্মেলন শেষে পলাশ শরীফকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ