Printed on Sun Oct 24 2021 12:27:51 PM

৫০০ ভক্তকে ১০ লাখ টাকা দিচ্ছেন অনন্ত জলিল

সারাদেশ
অনন্ত জলিল
অনন্ত জলিল
বিনোদন রিপোর্ট: সিনেমার বাইরেও একজন মানবিক মানুষ হিসেবে সুনাম রয়েছে অনন্ত জলিলের। বিপদে আপদে ছুটে যান মানুষের পাশে। করোনার শুরু থেকেই পাশে আছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে। এবার এ নায়ক তার ভক্তদের পাশেও দাঁড়াচ্ছেন।
অনন্ত জানিয়েছেন, তিনি যাকাত ফান্ড থেকে ৫০০ ভক্তকে ১০ লাখ টাকা দেবেন।
আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত তার যাকাত ফান্ড থেকে এই অর্থ দেবেন বলে ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল বলেন, আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেয়া হবে ২৬ রোজাতে। আজ (১৬ মে) আমি আমার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেবো। আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেয়া হবে ৫০০ জনকে।
বিস্তারিত জানতে ১৭ মে নিজের ফেসবুক পেজ এবং বর্ষার ফ্যান গ্রুপে যুক্ত হবার জন্য ভক্তদের অনুরোধ করেছেন এই ব্যবসায়ী অভিনেতা।
আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্য ডে’ সিনেমা। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি একশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের৷
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/4219
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ