ইন্দোনেশিয়ায় ৫০ মিটার রাইফেলে বাংলাদেশের ব্রোঞ্জ জয়


ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) গ্রাঁ প্রিতে ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের দলগত ইভেন্টে ১২ ফেব্রুয়ারি রুপা জিতেছিল বাংলাদেশ।
সেই দলই আজ ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনে জিতেছে ব্রোঞ্জ।
বাংলাদেশের হয়ে অংশ নেন শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী।
ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ হারিয়েছে সিঙ্গাপুরকে। শোভন, রাব্বি ও ইউসুফের বাংলাদেশের স্কোর ছিল ১৭ পয়েন্ট।
আর সিঙ্গাপুরের সি জুন রেন, মারাত লেটন ভেলোসো ও তিয়ানরুই গাই মিলে করেন ১৫ পয়েন্ট।
টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে।
এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের এককে ব্রোঞ্জ জেতেন নাফিসা তাবাসসুম। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টে নাফিসা জিতেছিলেন ব্রোঞ্জ।
এ ছাড়া নাফিসা তাবাসসুম, সৈয়দা আতকিয়া হাসান ও সাজিদা হককে নিয়ে গড়া বাংলাদেশ দল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ব্রোঞ্জ জেতে।
সেই দলই আজ ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনে জিতেছে ব্রোঞ্জ।
বাংলাদেশের হয়ে অংশ নেন শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী।
ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ হারিয়েছে সিঙ্গাপুরকে। শোভন, রাব্বি ও ইউসুফের বাংলাদেশের স্কোর ছিল ১৭ পয়েন্ট।
আর সিঙ্গাপুরের সি জুন রেন, মারাত লেটন ভেলোসো ও তিয়ানরুই গাই মিলে করেন ১৫ পয়েন্ট।
টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে।
এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের এককে ব্রোঞ্জ জেতেন নাফিসা তাবাসসুম। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টে নাফিসা জিতেছিলেন ব্রোঞ্জ।
এ ছাড়া নাফিসা তাবাসসুম, সৈয়দা আতকিয়া হাসান ও সাজিদা হককে নিয়ে গড়া বাংলাদেশ দল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ব্রোঞ্জ জেতে।
সর্বশেষ সংবাদ